হোম > রাজনীতি

‘গণঅধিকারের কার্যালয় থেকে বের হতেই রাম দা দিয়ে কোপানো হয় জাগপা সভাপতিকে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খন্দকার লুৎফুর রহমান। ছবি: সংগৃহীত

একটি রাজনৈতিক সভা থেকে ফেরার পথে প্রকাশ্যে রাজধানীর পল্টনে গত সোমবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত এই নেতা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁর দলের নেতারা বলছেন, এটি পরিকল্পিত হামলা। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। রাত ৮টার পর সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় কয়েকজন এসে তাঁকে ডেকে নিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তাঁর ডান পা গুরুতর জখম হয়। তাঁকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে নেওয়া হয়। তাঁর প্রচুর রক্তক্ষণ হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার। লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি। তাঁর দল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে রয়েছে।

এ ঘটনার এক দিন পেরিয়ে গেলেও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিস্তারিত জেনেছি। তবে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা