বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার নামে যেই মামলাই দেওয়া হোক না কেন, এতে তার জনপ্রিয়তা কমবে না। এই মামলার কারণে আইনি জটিলতার বিষয় সামনে এনে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ রোববার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া দেশের একটি গাছের পাতাও নড়ে না। অথচ তিনি বলছেন, ‘আমার যতটুকু করার তা আমি করেছি। আমার আর কিছু করার নেই।’ খালেদা জিয়ার শরীর থেকে রক্ত ঝরছে, সে যে কোন সময় মারা যেতে পারে যদি তার সঠিক চিকিৎসার ব্যবস্থা না করা হয়। একজন মানুষ হিসেবে মানবিক কারণে বেগম জিয়া চিকিৎসা পেতে পারেন অথচ প্রতিহিংসার কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ড. আসিফ নজরুল, অধ্যাপক লতিফ মাসুম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।