হোম > রাজনীতি

অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

অন্যরা অপকর্ম করে সুকৌশলে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ দাবি করেন। পৌর ভাসানী মিলনায়তনে সভাটি হয়।

বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান। বিএনপিকে কোনো ষড়যন্ত্র নিঃশেষ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর।

টুকু আরও বলেন, একাত্তরের ৯ মাস যুদ্ধ করে যাঁরা দেশকে হানাদারমুক্ত করে স্বাধীনতা এনেছিলেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জন-আকাঙ্ক্ষা, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিম সভায় সভাপতিত্ব করেন। এতে জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা প্রমুখ।

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি