হোম > রাজনীতি

আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘খেলা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আলোচিত এই উক্তির জবাবে খেলা শিখে খেলতে নামার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের একটা আওয়াজ তুলছেন, খেলা হবে। খেলা হবে ভালো কথা, আগে খেলা শিখেন। খেলারও একটা নিয়মকানুন আছে। আপনি ফুটবল খেলতে এসে বলে লাথি না দিয়ে কোমরে লাথি দেন। খেলা শিখে তারপর খেলতে নামেন। আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না।’

আজ বুধবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী জনতা দলর ওই আলোচনায় বর্তমান সরকারকে ‘আনাড়ি’ আখ্যা দিয়ে গয়েশ্বর বলেন, তারা নির্বাচিত না। এ রকম আনাড়ি খেলোয়াড়ের সঙ্গে বিএনপি খেলবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। জনগণ যেমন আন্দোলন চায়, তেমন আন্দোলনই করবে। 

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শেখ হাসিনার মেধাগত ফসল’—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যে দাবিটা করেছেন, খালেদা জিয়া তা পূরণ করেছেন। এখন আপনাদের সেই দাবিটাই আবার বলবৎ করেন। আমরা তো নতুন করে কোনো দাবি আপনাদের দেই নাই।’ 

সরকারকে হুঁশিয়ার করে গয়েশ্বর বলেন, ‘বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। সমগ্র জনগণ এখন রাজপথে। অতীতে যা কিছু হয়েছে, রাজপথ থেকেই ফয়সালা হয়েছে। আমরা রাজপথ থেকেই ফয়সালা করব।’ 

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ