হোম > রাজনীতি

সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকারকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে হবে, তা সময়ের ব্যাপার মাত্র।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, ‘কোনো স্বৈরাচার আপসে ক্ষমতা ছেড়ে যায় না। তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটানোর বিকল্প নেই। অতীতে ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে হটিয়েছে। তেমনি এখন সময়ের ব্যাপার মাত্র যে এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘যেভাবে দেশ চলছে, সেভাবে চলতে পারে না। আজকে দেশে গণতন্ত্র নেই। বিএনপির ছয় শর বেশি লোক গুম হয়েছে, খুন হয়েছে এক হাজারের বেশি মানুষ। খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।

‘১১ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বেড়েছে। দেশের বিচারব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে।’

এই সরকার বিদায় না দিলে ‘দেশকে মেরামত’ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ আওয়াজ তুলেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনো সংকটের সমাধান হবে না। যারা অর্থনীতি ধ্বংস করেছে, তারা এর পুনর্গঠন করতে পারবে না।’

ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের সহসভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ বক্তব্য দেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ