হোম > রাজনীতি

ড. ইউনূসের আমলে দুর্নীতি হবে, এমনটা আশা করিনি: এ্যানী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আজ শনিবার দুপুর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘৫ আগস্টের পর আবার দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। কারা দুর্নীতি করছে আমরা সব জানি। ড. মুহাম্মদ ইউনূসের আমলে দুর্নীতি হবে, এমনটা আশা করিনি।’

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারসংলগ্ন মাঠে শনিবার (৩১ মে) দুপুর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘এই দুর্নীতি রোধের জন্য দেশের জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। তাই দেশের সব দল ডিসেম্বরে নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে একটি ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য তিনটি ভুয়া নির্বাচন করেছে।’

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা ও ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে আট শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শুরুর পূর্বমুহূর্তে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়।

দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরের আওয়ামী লীগের হামলা-নির্যাতনের কথা কি ভুলে গেছেন? নেতৃত্বের দ্বন্দ্বে মারামারি করেন। আপনারা এ রকম করলে পলাতক সরকারের লোকজন আরও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শে যারা বিএনপি করে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। তারেক রহমান আমাদের-আপনাদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। অহেতুকভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ রেহাই পাবেন না। ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু