হোম > রাজনীতি

দায়িত্ব পালন না করে শুধু শোষণ করেছে আওয়ামী লীগ: মোস্তফা জামান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি হলরুমে মোস্তফা জামান। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।

আজ শুক্রবার (১৮ জুলাই) উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি হলরুমে হাজি মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জ্বর, ঠান্ডা, কাশি, করোনা ও সমসাময়িক শারীরিক সমস্যাজনিত তিন শতাধিক রোগী এই ক্যাম্পে চিকিৎসা নিতে আসে। এ সময় যাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। মোস্তফা জামান জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে।

মোস্তফা জামান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছেন। আমি বলতে চাই, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল মানুষের মধ্যে ফ্রি চিকিৎসাব্যবস্থা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম এটি মানবিক কাজ। টাকাপয়সা থাকলেই মানুষ এ কাজ করতে পারে না। যেমনটা গত ১৭ বছর আওয়ামী লীগ করতে পারেনি। তারা শুধু মানুষকে শোষণ করেছে। অধিকার থেকে বঞ্চিত করেছে। পাঁচটি মৌলিক অধিকার, যার অন্যতম চিকিৎসা। সেই চিকিৎসাব্যবস্থাটাকে ভেঙেচুরে তছনছ করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ।’

মোস্তফা জামান আরও বলেন, ‘বিগত সময়ে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিল, সাধারণ মানুষকে রোগাক্রান্ত করে তারা কিন্তু দিন দিন স্বাস্থ্যবান হয়েছে। তারা সরকারি হাসপাতাল দখল করেছে। নিজেরা কখনো দেশে চিকিৎসা করেনি, বরং বাইরের দেশেই তারা চিকিৎসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। কী পরিমাণ অব্যবস্থাপনা হলে এমন কার্যক্রম করতে পারে!’ তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে এবং স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে, সেগুলোর সঙ্গে যারা জড়িত, তাদের প্রকৃত বিচার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আলী ফাউন্ডেশন সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ জামান, তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, ১১ নম্বর মসজিদ কমিটির সভাপতি আরব আলী প্রমুখ।

২৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল এনসিপি

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের