হোম > রাজনীতি

দায়িত্ব পালন না করে শুধু শোষণ করেছে আওয়ামী লীগ: মোস্তফা জামান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি হলরুমে মোস্তফা জামান। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।

আজ শুক্রবার (১৮ জুলাই) উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি হলরুমে হাজি মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং মোস্তফা জামানের তত্ত্বাবধানে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জ্বর, ঠান্ডা, কাশি, করোনা ও সমসাময়িক শারীরিক সমস্যাজনিত তিন শতাধিক রোগী এই ক্যাম্পে চিকিৎসা নিতে আসে। এ সময় যাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের মধ্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। মোস্তফা জামান জানান, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে।

মোস্তফা জামান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছেন। আমি বলতে চাই, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল মানুষের মধ্যে ফ্রি চিকিৎসাব্যবস্থা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম এটি মানবিক কাজ। টাকাপয়সা থাকলেই মানুষ এ কাজ করতে পারে না। যেমনটা গত ১৭ বছর আওয়ামী লীগ করতে পারেনি। তারা শুধু মানুষকে শোষণ করেছে। অধিকার থেকে বঞ্চিত করেছে। পাঁচটি মৌলিক অধিকার, যার অন্যতম চিকিৎসা। সেই চিকিৎসাব্যবস্থাটাকে ভেঙেচুরে তছনছ করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ।’

মোস্তফা জামান আরও বলেন, ‘বিগত সময়ে যারা স্বাস্থ্যমন্ত্রী ছিল, সাধারণ মানুষকে রোগাক্রান্ত করে তারা কিন্তু দিন দিন স্বাস্থ্যবান হয়েছে। তারা সরকারি হাসপাতাল দখল করেছে। নিজেরা কখনো দেশে চিকিৎসা করেনি, বরং বাইরের দেশেই তারা চিকিৎসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। কী পরিমাণ অব্যবস্থাপনা হলে এমন কার্যক্রম করতে পারে!’ তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে এবং স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে, সেগুলোর সঙ্গে যারা জড়িত, তাদের প্রকৃত বিচার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আলী ফাউন্ডেশন সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ জামান, তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, ১১ নম্বর মসজিদ কমিটির সভাপতি আরব আলী প্রমুখ।

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

খেলাপি ঋণ ইস্যুতে কাল চেম্বার জজে যাচ্ছেন মান্না

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই ও আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল