হোম > রাজনীতি

স্বৈরাচারের দুষ্টু চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বৈরাচারের দুষ্টু চক্র একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘স্বৈরাচারের দুষ্টু চক্র প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা এখানে ঘটাচ্ছে।’ 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশাচালক সাইফুল ইসলামকে উপহার তুলে দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন রিজভী। পোশাক শিল্পে বিরাজমান অস্থিরতা ‘পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত’ বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শুধু পোশাক শিল্পে বা পাহাড়ে নয়, সব জায়গায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের এখনো বাতিল করা হচ্ছে না কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করেছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ইউপি চেয়ারম্যানদের এখনো বাতিল করছেন না কেন? এরাওতো সেই আওয়ামী লীগের দোসর।’ 

রিজভী বলেন, ‘বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই এমন পরিবেশ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। কত কাহিনি আমরা প্রতিদিন শুনেছি শুধু কী আয়না ঘর? আমরাতো শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়না ঘরের কথা। আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরও বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি ও নেতারা।’ 

এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ