হোম > রাজনীতি

রোডম্যাপ ঘোষণার পর উপজেলা পর্যায়ে উঠান বৈঠকের সিদ্ধান্ত এনসিপির, শুক্রবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সারা দেশে জুলাই পদযাত্রার পর এবার উঠান বৈঠক করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) থেকে উপজেলা পর্যায়ে শুরু হবে দলটির ‘উঠানের নতুন সংবিধান’ শীর্ষক নতুন এই কর্মসূচি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে এনসিপির প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

কর্মসূচির ঘোষণা দেন দলটির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে প্রাথমিক পর্যায়ে আগামী সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের ৯ বিভাগের ২৭ উপজেলায় উঠান বৈঠক কর্মসূচি আয়োজন করা হবে। পরবর্তীতে অন্যান্য উপজেলাগুলোতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

আরিফ সোহেল বলেন, জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সিদ্ধান্তক্রমে আগামী শুক্রবার (২৯ আগস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠানের নতুন সংবিধান শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় ৯টি বিভাগের ২৭টি উপজেলায় উঠান বৈঠক ও সাংগঠনিক সভার আয়োজন করা হবে।

আরিফ সোহেল আরও বলেন, এই কর্মসূচির লক্ষ্য নতুন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবিকে দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবে রূপদানের মাধ্যম হিসেবে গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা। আমরা আশা করি, এই কর্মসূচি সফলতার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার পথে এনসিপি দেশবাসীর সহযোগিতা ও সমর্থন পাবে।

সংবাদ সম্মেলনে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনসহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ