হোম > রাজনীতি

দলীয় নেতা-কর্মীরা গাদ্দারি করেছে: আজমত উল্লা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হারের পর দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আজমত উল্লা খান। বিষয়টি নিয়ে দল ব্যবস্থা নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

গতকালের নির্বাচনে ১৬ হাজার ১৯৭ ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী। আজ শুক্রবার দিনভর নিশ্চুপ থাকার পর বিকেল ৪টার দিকে টঙ্গীর বাসভবনে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি কথা বলেন।

আজমত বলেন, ‘কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে। অনেক লোক ভোট দিতে পারেনি। যা-ই হোক, ফলাফল যা হয়েছে আমি মেনে নিয়েছি। যিনি বিজয়ী হয়েছেন তাঁকে অভিনন্দন জানাই।’

জনগণের দেওয়া রায় মেনে নিলেও নিজের হার হজম করতে পারছেন না আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা ও পুরোনো জনপ্রতিনিধি। 

তিনি বলেন, ‘আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি। কিছু প্রোপাগান্ডা ছিল।’ ‘দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে গাদ্দারি করেছে। নিশ্চয়ই দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’

নির্বাচনে বেসরকারিভাবে জয়ী প্রার্থী জায়েদাকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়ে আজমত বলেন, ‘এখন তিনি কী ধরনের সহযোগিতা চাইবেন, সেটা তাঁর ব্যাপার। যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, তাই কিছু জিনিস চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে আমি আমার মতামত দেব।’

অসুস্থতার কথা জানিয়ে বক্তব্য সংক্ষেপ করে আজমত বলেন, তিনি পরে বিস্তারিত জানাবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস