হোম > রাজনীতি

সীতাকুণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীতাকুণ্ডের দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে ঘটনার তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। 

সীতাকুণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সীতাকুণ্ডের যে ঘটনা, আবারও আমাদের গোটা জাতির বিবেককে নাড়া দিয়ে গেল। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার ব্যাপারে শোক প্রকাশের ভাষাই আমাদের জানা নেই।’ 

সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘কতটা দায়িত্বজ্ঞানহীন (সরকার) হলে, কতটা অযোগ্যতা থাকলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই সরকার, জনগণের কাছে যাদের কোনো জবাবদিহি নেই, কোনো কর্তব্যবোধ নেই, কোনো দায়িত্ববোধও নেই। সোজা কথায় একটা দায়িত্বহীন সরকার। জনগণের প্রতি যে ন্যূনতম একটা দায়িত্ববোধ, একদমই নেই, একেবারেই নেই।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের সক্ষমতা একটা জায়গায়, জনগণের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, ভাবের জগতে বাস করা। যখন দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তখন তাদের মন্ত্রীরা বলেন যে, দেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাচ্ছে। এখানে মানুষের অভাব নেই, মানুষ মোটা চাল খায় না, সরু চাল খায়। তারা যে কতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে, মূল বিষয়টা থেকে দূরে সরে গেছে, আলাদা জগতে বাস করছে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের অবকাঠামো কিছু তারা (সরকার) তৈরি করেছে। কিন্তু সেই সঙ্গে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা নেই। তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতি করা, এগুলোই তাদের মূল লক্ষ্য। জনগণের নিরাপত্তার জন্য, তাদের ভালো রাখার জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’ 

রাজনীতি সম্পর্কিত পড়ুন:

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ