হোম > রাজনীতি

লন্ডনে সাক্ষাতে ইউনূসকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব দিতে পারেন তারেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন (শুক্রবার) লন্ডনে দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি ঘোষণা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তাঁর সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের উপযোগী সময় নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবেন তিনি (তারেক রহমান)। এ সময়টা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে।’

বিএনপির প্রতিনিধি দল এ পর্যন্ত অনেকবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা হয়েছে। কিন্তু তা উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি অসন্তোষ প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেছে।

এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির কয়েক নেতা। লন্ডনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাই, এই সাক্ষাতের মধ্য দিয়েই নির্বাচনের সময় নিয়ে একটা সুরাহা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মাহমুদুর রহমান মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম