হোম > রাজনীতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে জাপা: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টিকে আবারও মনোনয়ন না দিতে জোরালো দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে সুর মিলিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের বক্তব্যে উঠে আসে জাতীয় পার্টিকে বারবার মনোনয়ন দেওয়ার বিষয়টি। 

জাহাঙ্গীর কবির নানক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে! এই এলাকার মানুষ এখন নৌকা মার্কা চায়, এখানে কি জাপা চায়?’ নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘না।’ 

নানক আরও বলেন, ‘জাতীয় পার্টিতে যাঁরা আছেন। তাঁরা নিজেরা নির্বাচন করে দেখেন কয়টা ভোট পান।’ 

সমাবেশে একই দাবি নিয়ে কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুসহ সোনারগাঁও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

নেতাদের দাবির মুখে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি আসনে কাকে মনোনয়ন দেবে, সেটা পার্টির সেক্রেটারি হিসেবে এই মুহূর্তে আমি মন্তব্য করতে পারব না। আপনারা দাবি করতে পারেন, সিদ্ধান্ত নিবে দল। আমার এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’ 

জেলা ও মহানগর আওয়ামী লীগের ওপর অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘শহরের প্রেসিডেন্ট-সেক্রেটারি সম্মেলন দিল না, কমিটি দিল না। আমার বড় দুঃখ হয়! এটা দ্রুত করেন। কমিটি না দিয়ে বদনাম করবেন না, মনে যেন থাকে। শুধু কল্লা (মাথা) নাড়াইলে হবে না, কমিটি দেও।’

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম