হোম > রাজনীতি

নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে জাপা: নানক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টিকে আবারও মনোনয়ন না দিতে জোরালো দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে সুর মিলিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের বক্তব্যে উঠে আসে জাতীয় পার্টিকে বারবার মনোনয়ন দেওয়ার বিষয়টি। 

জাহাঙ্গীর কবির নানক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে! এই এলাকার মানুষ এখন নৌকা মার্কা চায়, এখানে কি জাপা চায়?’ নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘না।’ 

নানক আরও বলেন, ‘জাতীয় পার্টিতে যাঁরা আছেন। তাঁরা নিজেরা নির্বাচন করে দেখেন কয়টা ভোট পান।’ 

সমাবেশে একই দাবি নিয়ে কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুসহ সোনারগাঁও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

নেতাদের দাবির মুখে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি আসনে কাকে মনোনয়ন দেবে, সেটা পার্টির সেক্রেটারি হিসেবে এই মুহূর্তে আমি মন্তব্য করতে পারব না। আপনারা দাবি করতে পারেন, সিদ্ধান্ত নিবে দল। আমার এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’ 

জেলা ও মহানগর আওয়ামী লীগের ওপর অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘শহরের প্রেসিডেন্ট-সেক্রেটারি সম্মেলন দিল না, কমিটি দিল না। আমার বড় দুঃখ হয়! এটা দ্রুত করেন। কমিটি না দিয়ে বদনাম করবেন না, মনে যেন থাকে। শুধু কল্লা (মাথা) নাড়াইলে হবে না, কমিটি দেও।’

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ