হোম > রাজনীতি

ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১ ফেব্রুয়ারি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে। 

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের এবারের কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। ইউনিয়ন থেকে পদযাত্রা শুরু করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, মহানগর এবং শেষে ক্ষমতাসীনদের মসনদ দখল করে নেব।’

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আনন্দের কথা, আজকে অনেক রাজনৈতিক দল এগিয়ে এসেছে। তারা যুগপৎ আন্দোলন করছে। এই আন্দোলন জনগণের অধিকার রক্ষার আন্দোলন। আন্দোলন চলবে সেই পর্যন্ত, যে পর্যন্ত না এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটছে।’ 

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু