হোম > রাজনীতি

জন্মদিনে গণতন্ত্র নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

৭৮তম জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২৬ জানুয়ারি) ৭৭ বছর পূর্ণ করার দিনে রাজধানীর গুলশানে তাঁর বাড়িতে সাংবাদিকেরা শুভেচ্ছা জানাতে গেলে এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রত্যাশার কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বুড়ো হয়ে গেছি। এখন তো বিদায়ের প্রান্তে। তারপরও মনের ভেতরে যে স্বপ্ন, যে প্রত্যাশা, তা কিন্তু চিরঞ্জীব আছে। সেটা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বয়সের এই প্রান্তে এসে এই বিশ্বাসটুকু আমি করি। আমাদের রাজনৈতিক যে সংকটগুলো যে চ্যালেঞ্জগুলো তা অধিকাংশই সমাধান করা সম্ভব হবে এবং বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে সেই প্রত্যাশায় আছি।’

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। আজ রোববার ভোর থেকেই জন্মদিনে শুভাকাঙ্ক্ষী-প্রিয়জনের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন, সিনিয়র নেতারাও টেলিফোন করেছেন বলে জানান ফখরুল।

ফখরুল ইসলাম বলেন, ‘এবার আমার গোটা পরিবারই ঢাকায়। একসঙ্গে এবার এই দিনটি কাটছে।’

জন্মদিন নিয়ে নিজের অনুভূতি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জন্মদিন আসলে পালন করি না। ৭৭ বছর বয়স পেরোলাম। বলতে পারেন একটা লং জার্নি। এই ৭৭ বছরে বহু পরিবর্তন দেখেছি, বহু ঘটনা প্রত্যক্ষ করেছি, বহু জীবন দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এখন যাওয়ার পালা। তবে আশা এখন একটাই, প্রত্যাশা একটাই—বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাবে, গণতন্ত্র ফিরে পাবে। এই গণতন্ত্রের জন্য আমাদের দেশের মানুষ, আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীর যে আত্মত্যাগ করেছে, ফ্যাসিস্টদের যে নিপীড়ন, নির্যাতন ভোগ করেছে, গুম-খুনের শিকার হয়েছে, নির্মমতার মুখে পড়েছে এই রকম চিত্র নজিরবিহীন।’

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ