হোম > রাজনীতি

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

শায়রুল কবির খান জানান, ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। স্থানীয় সময় আজ বেলা ৩টায় সিঙ্গাপুর পৌঁছান তিনি। আগামীকাল মঙ্গলবার চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। 

 ৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে। 

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। 

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি। 

শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম