হোম > রাজনীতি

আ.লীগ নয় বিএনপির সঙ্গেই জাপার গঠনতন্ত্রে মিল: মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় গঠনতন্ত্রের দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে নয় বরং বিএনপির সঙ্গেই জাতীয় পার্টির (জাপা) মিল রয়েছে। সুতরাং জাপাকে কোনোভাবেই আওয়ামী লীগের বি টিম বলা যাবে না। 

আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটি অলাভজনক সংস্থা। 

জাপা মহাসচিব বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ গত কয়েক বছরে কম স্বৈরাচারী কাজ করেনি। আজ প্রতিটা জায়গায় দলীয় লোক। কোনো অফিসে প্রমোশন হয় না দলীয় লোক না হলে। এটা কি স্বৈরাচারী আচরণ না?’ 

জোটে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপা নেতা বলেন, ‘অনেকেই বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম। কিন্তু সবখানেই জোটের নির্বাচনের নিয়ম রয়েছে। সেই হিসেবে জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, কিন্তু জাপা সেই গঠনতন্ত্রে নাই। এমন অনেক কিছুই আছে, যা আমাদের সঙ্গে আওয়ামী লীগের মেলে না বরং বিএনপির সঙ্গেই আমাদের মিলে। সুতরাং আমরা আওয়ামী লীগের বি টিম নই।’ 

 ১৯৮৮ সালে এরশাদ সরকার প্রথম লবিস্ট নিয়োগ করে, এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমি এই প্রথম এমন কথা শুনলাম। আওয়ামী লীগও এ ধরনের কোনো তথ্য আমাদের দেয় নাই। আওয়ামী লীগ কিংবা বিএনপি লবিস্ট নিয়োগ করেছে এটা তো স্বীকৃত।’ 

অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ