হোম > রাজনীতি

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না: ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না। এই মন্তব্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার রাজধানীর বিজয়নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়ে সংবিধান প্রণেতা ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ড. কামাল হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় না। তাই জোর দাবি জানাচ্ছি আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হোক। নির্বাচনের লক্ষ্যেই বলছি, দলনিরপেক্ষ সরকার হলে অন্তত আশা করা যায় একটা নিরপেক্ষ নির্বাচন আমরা পেতে পারি।’ 

দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান সংশোধন প্রসঙ্গ এলে কামাল হোসেন বলেন, ‘প্রয়োজন হলে, জনগণের দাবি উঠলে করতে হবে।’ 

সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নিলে কী হবে? এমন প্রশ্নে কামাল হোসেন বলেন, ‘দেশে সংকট সৃষ্টি হবে, তারপর আন্দোলনের দাবি উঠবে। দেশের মানুষ যদি বিক্ষুব্ধ হয় তাহলে জোরদার আন্দোলন হবে।’ 

সার্চ কমিটিতে নিরপেক্ষ লোক না থাকলে সার্চ কমিটিও নিরপেক্ষ হয় না উল্লেখ করে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইন করা উচিত বলে মন্তব্য করেন কামাল হোসেন। তিনি বলেন, আইন করলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কিছুটা সম্ভব হবে। কারণ, একেবারে আইন অমান্য করে সবকিছু করতে যাবে সেটা বিশ্বাস করেন না। 

ঐক্যফ্রন্টের ওই অর্থে অস্তিত্ব নেই উল্লেখ করে কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্ট আবার সক্রিয় হবে কি না, তা নিয়ে তাঁরা বসবেন, আলোচনা করবেন। ঐক্যফ্রন্টের ওই অর্থে অস্তিত্ব নেই। কিন্তু নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। 

ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে কামাল হোসেন বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে যানবাহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। এটা অনুচিত হয়েছে। ডিজেলের দাম বাড়ার কারণে সবকিছুর দাম বেড়ে যাওয়ার কথা না।’ 

এ ছাড়া কামাল হোসেন আরও জানিয়েছেন, আগামী ডিসেম্বরের ৪ তারিখে অনুষ্ঠেয় গণফোরামের সম্মেলন আপাতত মুলতবি করা হচ্ছে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সম্মেলনের আয়োজন করবে সংগঠনটি। 

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা