হোম > রাজনীতি

‘বানোয়াট ও ভিত্তিহীন’ ফেসবুক পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান রিজভীর

বাসস, ঢাকা  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ফেসবুকে পোস্ট হওয়া একটি ভুয়া ও মনগড়া বক্তব্যের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লামিয়া চৌধুরী লিমা-ইউনুস সরকার! ৫ বছর দরকার’ নামে একটি পেইজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়।

রিজভী বলেন, ‘এ ধরনের বক্তব্য আমি কখনো কোনো সংবাদমাধ্যমে দিইনি। ফেসবুকে পোস্ট করা কথাগুলো ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

দল ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

ফুটবল মার্কা চাইবেন, প্রার্থিতা ফিরে পেয়ে জানালেন তাসনিম জারা

গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

বিরাজমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: জামায়াত

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান