নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দ্রব্যমূল্য কমানোসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল গণ অধিকার পরিষদের। কিন্তু সমাবেশ শুরুর সময় পুলিশ বাধা দেয়।
শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর দাম বাড়িয়েছে সরকার। আর কোনো কিছুর দাম বাড়াতে দেওয়া হবে না। দাবি মানা না হলে পরে জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শহীদ মিনারে পুলিশের বাধা পেয়ে বিকেল সাড়ে ৩টার পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। সেখানে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিতে শুরু করে। সেখানে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে শাহবাগ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) কামরুজ্জামান বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। আমরা তাদের ঘুরিয়ে দিয়েছি। এরপর তারা ফের মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব চলে যায়। আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’