হোম > রাজনীতি

আন্দোলনে আহতদের চিকিৎসায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় এই আলোচনা অত্যন্ত ‘চমৎকার’ হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আগামীতে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েও আমরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছি।’

বৈষম্যবিরোধী আন্দোলন এবং পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া কী সহযোগিতা করতে পারে, সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের আমির।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ আরও অনেকে অংশ নেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ