মনোহরদী (নরসিংদী) : মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শরীফুল ইসলামকে সভাপতি ও গোলাম সারোয়ার সজীবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
মনোহরদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলম ও যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল কবির স্বাক্ষরিত কমিটিতে সহসভাপতি আশরাফুল ইসলাম, সাখাওয়াত হোসেন তুহিন; যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান জয়, শিপন মিয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তরিকুল বোরহান ও আল জাবেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলম বলেন, মনোহরদী উপজেলা ছাত্রলীগকে আরও গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।