হোম > রাজনীতি

নেতা-কর্মীদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন হেফাজতের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমীরের সভাপতিত্বে এই বৈঠকে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। 

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই খবর জানান।

কেফায়েতুল্লাহ জানান, বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সচিব মুহিউদ্দিন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে বেশির ভাগ নেতা কর্মীই মুক্তি পেয়েছেন। এখনো অন্তত অর্ধশত নেতা কর্মী কারাবন্দী রয়েছেন। তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শিগগির আবেদন করার দিন ক্ষণ ঠিক করা হবে। 

এদিকে বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা কমিটি গঠন করতে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনঃবিন্যাস ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম সচিব করা হয়। 

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন চত্বরে খালেদা জিয়ার কফিন, মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন