হোম > রাজনীতি

হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক-সালাম, ব্যর্থ এনামুল-শামীম-শাম্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দুজন প্রার্থিতা ফিরে পেলেও মনোরথ ভেঙে ফিরতে হয়েছে তিনজনকে। প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া যশোর-৪ আসনে এনামুল হক, ফরিদপুর-৩ আসনে শামীম হক ও বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ প্রার্থিতা ফিরে পাননি।

জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে শাম্মী আহমেদ, সাদিক আবদুল্লাহ, শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আর আব্দুস সালাম ও এনামুল হকের প্রার্থিতা বাতিল করা হয়েছিল ঋণখেলাপির অভিযোগে। পরে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) এসব রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ চারটি রিটে পৃথক আদেশ দেন। আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাঈদ রাজা ও শাহ মঞ্জুরুল হক।

শাম্মী আহমেদ ও এনামুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আব্দুস সালামের পক্ষে শুনানি করেন প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া। আর সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এনামুল হক, শামীম হক ও শাম্মী আহমেদের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করা হবে বলে গণমাধ্যমকে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ