হোম > রাজনীতি

সংস্কার ও বিচার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার শেষ করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পরওয়ার এই আহ্বান জানান। লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, ১৬টি বছর বাংলাদেশ শেখ হাসিনা নামক এক জগদ্দল পাথরের নিচে চাপা ছিল। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রদের গণ-আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মুক্ত হয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনের নামে বাঙালি জাতির সঙ্গে প্রহসন করেছে। ২০১৪ সালে নির্বাচনবিহীন, ২০১৮ সালে রাতে ভোট সম্পন্ন ও ২০২৪ সালে আমি আর ড্যামি নাটকের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছিল।

আওয়ামী লীগের আমলে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে অসংখ্য নেতা-কর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে পরওয়ার বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অসহ্য হয়ে পুরো বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সারা দেশের ওলামায়ে কেরাম ও ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী লোকদের জেল, জুলুম দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতার মসনদে স্থায়ী হতে চেয়েছিল। কিন্তু অন্যায়, জুলুম ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারা যায় না।

জামায়াতের এ নেতা বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। পরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নাম ঘোষণা ও সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলার আমির মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা আমির জহিরুল ইসলাম প্রমুখ।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ