হোম > রাজনীতি

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বললেন মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের এ ক্ষতি পূরণ করার মতো নয়।’

আজ বুধবার দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সরকার ঘোষিত অনুদান নিয়েও আপত্তি তোলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।’

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণার বিষয়ে মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা করা হয়েছে বলেও মন্তব্য করেন আব্বাস। তিনি বলেন, ‘১৫ হাজার টাকা কাকে দেবে? একটা দোকানের কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। ১৫ হাজার টাকা অপ্রতুল। এটাকে আরও বেশি করা উচিত। এখানে যত মালিক, কর্মচারী আছে, তাদের প্রত্যেককে এই সহযোগিতা দেওয়া উচিত।’

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল