নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সংগঠনের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর শারীরিক অবস্থা অবনতি ঘটেছে। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে আজ সোমবার সন্ধ্যায় জানান, দেলাওয়ার হোসাইন সাঈদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এর আগে গতকাল রোববার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থতার কারণে ঢাকায় বিএসএমএমইউতে পাঠানো হয়।