হোম > রাজনীতি

পুলিশ সংস্কারে প্রস্তাবনা তৈরি করেছে বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পুলিশ সংস্কার’ কমিটির প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তা গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, পুলিশ সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এসব প্রস্তাবনার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হবে। এসব প্রস্তাবনা সরকারকে দেওয়া হবে নাকি ভবিষ্যতে পুলিশ সংস্কারে কাজে লাগানো হবে, তা দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্রসচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক সংসদ সদস্য আনসার উদ্দিন খান পাঠান এবং পিপিএম ও সাবেক ডিআইজি সদস্যসচিব খান সাঈদ হাসান।

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ