হোম > রাজনীতি

লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি আলোচনার প্রসঙ্গ ছিল না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। আজ সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে কি না—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘না, কারও দায়মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে সাংবিধানিক বৈধতা আছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৬ অনুসারে এটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লন্ডনে আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা খুব দ্রুত ইলেকশন কমিশনের (নির্বাচন কমিশন) সঙ্গে সরকার যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট (যোগাযোগ) করবে বলে আশাবাদী। নির্বাচন কমিশন যাতে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন (অনুমোদন) লাগবে। এটাও আপনারা মাথায় রাখবেন। অনুমোদন লাগলে এর বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও বিবেচনা করা হবে। সুতরাং গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, অতিদ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি, সে রকম কার্যক্রম আপনারা নেবেন। যাতে শিগগির গণতন্ত্র রূপান্তরের দিকে আমরা যেতে পারি।’

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার সংস্কারের কথা বলে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত ১০ মাসে এই সরকার বিচার ও সংস্কার কিছুই করতে পারিনি, বাকি ৫–৬ মাসে পারবে? জোর করে ক্ষমতায় থাকা যায় না। এ জন্য একটা ফেয়ার ইলেকশন করতে হবে। এখন নির্বাচন যাওয়ার পথ ছাড়া কিছুই নেই, অর্থাৎ নির্বাচন হবেই।’

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা