হোম > রাজনীতি

‘বিচার এড়াতে ষড়যন্ত্র করায়’ ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাদেরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেওয়ার মাধ্যমে বিচার থেকে নিজেকে বাঁচাতে ষড়যন্ত্র করছেন ড. ইউনূস। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপের জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ড. ইউনূস) বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে আহ্বান জানিয়েছেন। তাঁর এই কর্মক্রম বেআইনি। তাঁর এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেল বিজয়ী। তাঁর পক্ষে কি এটা শোভা পায়?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান, তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন, যা ষড়যন্ত্র। এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি এ ধরনের ষড়যন্ত্র করছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা বলেন, ‘আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়নি। কারফিউ জারির পরে সেনাবাহিনী কোনো গুলি করেছে বলে আমাদের কাছে তথ্য নেই। সব বিষয়ে তদন্ত হচ্ছে।’

এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ