হোম > রাজনীতি

‘বিচার এড়াতে ষড়যন্ত্র করায়’ ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাদেরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেওয়ার মাধ্যমে বিচার থেকে নিজেকে বাঁচাতে ষড়যন্ত্র করছেন ড. ইউনূস। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপের জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ড. ইউনূস) বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে আহ্বান জানিয়েছেন। তাঁর এই কর্মক্রম বেআইনি। তাঁর এই আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেল বিজয়ী। তাঁর পক্ষে কি এটা শোভা পায়?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান, তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন, যা ষড়যন্ত্র। এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি এ ধরনের ষড়যন্ত্র করছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা বলেন, ‘আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়নি। কারফিউ জারির পরে সেনাবাহিনী কোনো গুলি করেছে বলে আমাদের কাছে তথ্য নেই। সব বিষয়ে তদন্ত হচ্ছে।’

এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা