সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘নারী শিক্ষার আলোকবর্তিকা’ হিসেবে আখ্যা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপির শাসনামলে স্কুল থেকে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে, সে জন্য দেশনেত্রী (খালেদা জিয়া) নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এ দেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য।’
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বাণীতে অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন তিনি।
বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দায়িত্বশীল ও শিক্ষায় আলোকিত মায়েদের সুসন্তানেরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে বেগবান করবে। মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহ্বান জানাব, তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।’