ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আজ বুধবার বিকেলে মারা গেছেন। এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নয়াপল্টন ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নুরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় পুলিশ ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হন।