হোম > রাজনীতি

ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আজ বুধবার বিকেলে মারা গেছেন। এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নয়াপল্টন ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নুরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের প্রতিবাদে ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি। আগামী শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় পুলিশ ছাড়াও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হন।

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট