হোম > রাজনীতি

খালেদার মুক্তি নয়, সরকার পতনের আহ্বান গয়েশ্বরের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি না করে সরকারের পতন ঘটাতে দলের নেতা–কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সরকার খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সবকিছুর সমাধান একটাই। যেদিন সরকারকে নামাতে (ক্ষমতা থেকে) পারবেন, সেদিন এই আদালতও খালেদা জিয়ার জামিন দেবেন।'

খালেদা জিয়াকে কোন আইনের বলে জামিন দেওয়া হলো না? প্রধান বিচারপতির কাছে এ প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, 'ফাঁসির আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। আদালতের কাজ কাউকে খুশি বা অখুশি করা না। আমরা আপনাদের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।'

খালেদা জিয়ার মুক্তির দাবি নয়, সরকারের পতন ঘটাতে দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়েশ্বর রায়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অনেকে বক্তব্য দেন।

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ