হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, মাঠে নেই ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলে দলে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করলেও অন্যান্যবারের মতো বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে নেই ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শাহবাগ মোড়, চানখাঁরপুল মোড়, নীলক্ষেত মোড়, টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশে ছাত্রলীগকে ‘সতর্ক অবস্থানে’ দেখা যায়নি। 

এদিকে ক্যাম্পাসে কোনো ধরনের কর্মসূচি নেই বলে জানান ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি মো. খোরশেদুল আলম সোহেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলের হাইকমান্ড থেকে আমাদের দিকনির্দেশনা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে থাকতে। অন্য কোনো ধরনের কর্মসূচি না রাখতে। আমরা দলের হাইকমান্ড মেনে সকাল থেকে সমাবেশে উপস্থিত রয়েছি। ক্যাম্পাসে আমাদের কোনো ধরনের কর্মসূচি থাকলে আমরা ঘোষণা দিয়ে আসব।’ 

অন্যান্য সময় বিএনপি কিংবা ছাত্রদলের কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে সরকারদলীয় ছাত্র সংগঠনটি। এবার তেমনটি নেই কেন জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন। তাই হলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। হলের নিরাপত্তার জন্য সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট।’ 

তিনি আরও বলেন, ‘আজ শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা নেই। তাই আমাদের নেতা-কর্মীরা হলে রয়েছেন। তবে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্রলীগ সব সময় প্রস্তুত রয়েছে।’

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ