হোম > রাজনীতি

লক্কড়ঝক্কড় গাড়ি রং নয়, আমি চাই ফিটনেস: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গাড়ি রংচং সমাধান না। প্রথম প্রয়োজন ফিটনেস, লক্কড়ঝক্কড় গাড়ি রং দিয়ে কী হবে! আমি চাই ফিটনেস। জীর্ণ-শীর্ণ গাড়িগুলোর দিকে তাকানো যায় না।’

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েকটি বাসের নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এত এগিয়ে গেল আর বাসমালিকদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল! বারবার ভিজিট করেছি, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই।

এ সময় মন্ত্রী সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী ও বিআরটিসির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে সিটি করপোরেশন, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে সমন্বয় করে সমাধানের নির্দেশ দেন।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া দাবি করলে সাধারণ মানুষ বিপদে পড়ে। ঘরমুখী মানুষের বাড়ি যেতে হবে, সে ভাড়া দিয়ে হয়তো ঢাকায় থাকবে না। টার্মিনাল থেকে কিছু দূর এগিয়ে গিয়ে বাসে বেশি ভাড়ায় যাত্রী তোলে, বিআরটিসিও করে।

বিআরটিসির দিকে তাকালে দেখি কিশোর বয়সী, অল্পবয়সী ড্রাইভাররা বসে। হেলপার ড্রাইভার হলে দুর্ঘটনা ঘটে, বিশেষ করে দূরপাল্লায় যখন এরা চালায়, তখন দুর্ঘটনার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেন মন্ত্রী।

গাজীপুর ও চালনা থেকে পোশাককর্মীদের জন্য বিআরটিসি গাড়ি দেওয়ার নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহকে দেখিয়ে মন্ত্রী বলেন, ‘উনার (এনায়েত) গাড়ি ঠিক আছে, ওই গাড়িগুলোর ফিটনেস থাকে। কিন্তু অন্যদের থাকে না।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ