হোম > রাজনীতি

মানবমুক্তির সংগ্রামে অবিচল ছিলেন কমরেড হেনা দাস

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে কমরেড হেনা দাসের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’

রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আজ শুক্রবার বিকেলে কমরেড হেনা দাসের জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় সিপিবি সাধারণ সম্পাদক এ কথা বলেন। এ সময় কমরেড হেনা দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। সভার শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী হেনা দাসের স্মরণে গণসংগীত পরিবেশন করে। এরপর হেনা দাসের জীবনী তুলে ধরেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তার।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড হেনা দাস ছিলেন একজন জাতীয় নেতা। তিনি ছিলেন একজন সাচ্চা কমিউনিস্ট। যুগ যুগ ধরে তিনি প্রজন্মের বাতিঘর হয়ে থাকবেন।

মহিলা পরিষদের সভানেত্রী ফওজিয়া মোসলেম বলেন, কমরেড হেনা দাসের মতো বহুমুখী ধারার আন্দোলনের অনন্য নেত্রী এ দেশে খুবই কম জন্মেছেন। এ দেশের প্রগতিশীল আন্দোলনের প্রতিটি পর্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন কমরেড হেনা দাস। তরুণ প্রজন্মকে তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিতে হবে।

সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, রাজনীতিতে হেনা দাস সব সময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। ইতিহাসের কালপর্বে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণে রাখবে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লুনা নূরের সঞ্চালনায় আলোচক ছিলেন—সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান, এ এন রাশেদা, কেন্দ্রীয় সদস্য কমরেড দিবালোক সিংহ, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী প্রমুখ।

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ