হোম > রাজনীতি

নির্বাচনে আসুন, কার কত ভোট প্রমাণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

জনপ্রিয়তা প্রমাণের জন্য বিএনপিকে নির্বাচনে আসার চ্যালেঞ্জ দিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘আপনারা নির্বাচনে আসুন, মানুষের কাছে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে তা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করুন। নির্বাচনে পরীক্ষা হয়ে যাবে কার কতটুকু শক্তি আছে, কার কত ভোট আছে তা প্রমাণ হয়ে যাবে। আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না, আপনারা অসাংবিধানিক ভাবে কথা বলেন। নির্বাচনে আসুন পরীক্ষা হবে।’

আজ রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যমন্ত্রীকে গণসংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ। সেই অনুষ্ঠানে মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন, সহসভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।

অনুষ্ঠানে জাহিদ মালেক আরও বলেন, ‘করোনার সময় আপনারা কোথায় ছিলেন? মানুষ যখন কষ্টে থাকে তখন আপনাদের খুঁজে পাওয়া যায় না। করোনার সময় সাধারণ মানুষ আপনাদের দেখতে পায়নি।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় দেখেছি জামায়াতের সঙ্গে থেকে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে গেছেন। আপনারা জামায়াতকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আপনারা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা দেশকে দেউলিয়া করে দিয়েছেন। এই দেশকে আপনারা কখনো আপন করে নিতে পারেননি, এখন আপনারা হুমকি দেন— আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিবেন।’

এনসিপিতে আসিফ মাহমুদ, হলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

‘আমরা নতুন করে শুরু করব’, কী বোঝালেন মাহফুজ আলম

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী হেলাল উদ্দিন

অবশেষে এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন

প্রয়োজনীয়সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা

এবারের নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: তাহের

জেপির মঞ্জুর পর নির্বাচন বর্জন করলেন রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রায় দুই দশক পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান