হোম > রাজনীতি

টাঙ্গাইলে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের তারটিয়া বাইপাস এলাকায় মহাসড়কে মশাল মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল করেছেন একদল যুবক। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলার তারটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে একটি মিছিল যাচ্ছে। রাত ৯টার পরে আয়োজিত এই মিছিলে নেতৃত্বে দেন ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই মশাল জ্বালিয়ে মিছিল বের করেন একদল যুবক। পরে কিছু দূর এগিয়েই মিছিল শেষ করে তাঁরা এদিক-ওদিক চলে যান। মূলত টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সমর্থিত লোকজন এতে অংশ নেন। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘ভিডিওটি দেখেছি। মিছিলে অংশ নেওয়া শনাক্তকারীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’

এর আগে গত রোববার দিবাগত রাতে টাঙ্গাইল শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান