হোম > রাজনীতি

দুর্নীতির টাকা উসুল করতেই মেট্রোরেলের অতিরিক্ত ভাড়া: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেল প্রকল্পে দুর্নীতির কারণেই কয়েক দফা মেয়াদ বাড়িয়ে অধিক ব্যয় করা হয়েছে। এখন সেই অতিরিক্ত ব্যয় উসুল করতে মেট্রোরেলের অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু জনগণ সরকারের দুর্নীতির দায় নেবে না। জনগণ তাদের প্রতিশ্রুত সুলভ মেট্রোরেল চায়।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মেট্রোরেলের ভাড়া আরো কম হওয়া উচিত ছিল মত দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা যদি আন্ডারগ্রাউন্ড হতো, তাহলে এটার এয়ারকন্ডিশনিং খরচ আরো বেশি হতো। কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড না। এরপরও দেখা যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই এমনকি লাহোর থেকে আমাদের এখানে ভাড়ার পরিমাণ কয়েক গুণ বেশি। যেহেতু তারা (সরকার) দুর্নীতি, অনাচার করে অধিক ব্যয় করেছে বলেই সম্ভবত সেটা উসুল করার জন্য ভাড়া বেশি করেছে। তাদের অপরাধের দায় জনগণ কেন নেবে?’

মেট্রোরেলের অতিরিক্ত ভাড়া নির্ধারণের প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মেট্রোরেল আইন ও বিধিমালায় বলা হয়েছিল, ঢাকা মহানগরের জনগণের যাতায়াত নির্বিঘ্ন, সহজসাধ্য ও সুলভ করার জন্য জনগণের টাকায় এই প্রকল্প করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ বারবার বাড়িয়ে টাকা অনেক বেশি ব্যয় করা হয়েছে। তার পরও ঢাকার বাস ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে মেট্রোরেলের ভাড়া।’

সরকার অনির্বাচিত, গণবিরোধী হলে মানুষকে খুশি করতে অনেক কিছু করে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘এটাকে বলে গণতুষ্টিমূলক কাজ। এই সরকারের প্রতিটি কাজের মধ্যেই নানা প্রকার দুর্নীতি, অনাচারের স্পষ্ট প্রমাণ রয়েছে। সরকারের দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা। কিন্তু সেই কল্যাণের ইচ্ছার মধ্যে যদি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে কিংবা কোনো ধরনের লাভ অর্জনের অপপ্রয়াস থাকে, তা অবশ্যই নিন্দনীয়।’

গত সোমবার (২৬ ডিসেম্বর) দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাব ও সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘দলের জাতীয় স্থায়ী কমিটি মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের এই ভাড়ার পরিমাণ শুধু দেশের বেসরকারি বাসভাড়ার দ্বিগুণ নয়, ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুণ এবং কলকাতার তিন গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার চার গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের তিন গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি।’

এ সময় মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সহস্রাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান রিয়াজুদ্দিন নসু প্রমুখ।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির