হোম > রাজনীতি

গোপনে দোহা যাননি আমির, জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গোপনে কাতারের রাজধানী দোহায় যাননি। এমনটাই জানিয়েছে দলটি। আজ রোববার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ কথা জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। তিনি দেশেই ছিলেন, দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি।

জনগণের কাছে হেয়প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা (অপপ্রচার) ছড়ানো হয়েছে উল্লেখ করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা এটিএম মা’ছুম।

জামায়াত আমিরের গত ২৮–৩১ মে পর্যন্ত অনুষ্ঠানসূচি উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২৮ মে সকালে কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা, বিকেলে মগবাজারে তাঁর সঙ্গে মতবিনিময় এবং প্রয়াত জামায়াত নেতা গোলাম আযম, আবদুর রাজ্জাক এবং এ টি এম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৯ মে সারা দিন বসুন্ধরায় নিজ বাসায় এবং রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন শফিকুর রহমান। ৩০ মে সকালে তিনি ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ৩১ মে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। সেদিন সকালে তিনি বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুর যান এবং সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় অবতরণ করেন।

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার