হোম > রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা উদ্বিগ্ন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। 

আজ শনিবার রাজধানীর বনানীতে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ দাবি জানান। 

ফখরুল বলেন, খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খুব উদ্বিগ্ন। তাঁরা মনে করছেন, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না গেলে শেষ পর্যন্ত দেশে পুরোপুরি চিকিৎসা হবে কি না তা নিশ্চিত নয়। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বারবার বলে যাচ্ছেন চিকিৎসকেরা। 

ফখরুল আরও বলেন, ‘গতকালও (শুক্রবার) তাঁদের (চিকিৎসকেরা) সঙ্গে আলাপকালে তাঁরা এই কথাই বলেছেন যে তাঁকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানো খুবই দরকার। একই সঙ্গে দেশবাসীকে এবং যাঁরা দায়িত্বে আছেন তাঁদের আমি পরিষ্কার করে বলতে চাই যে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন।’ 

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে এক দফা দাবির, সেই দাবি আদায় করে জনগণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে এবং তাঁর মুক্তির ব্যবস্থা করবে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে তাঁর। সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। 

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে যান মির্জা ফখরুল।

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস