হোম > রাজনীতি

ফাইনাল খেলার প্রস্তুতি নেন: গয়েশ্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পতনের আন্দোলন বেগবান করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রস্তুতি নেওয়ার দিন শেষ। এখন চূড়ান্ত আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। 

দলের চেয়ারপারসন খালেদা জিয়া, কৃষক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বর্তমান সভাপতি হাসান জাফির তুহিন এবং যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুলসহ অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‘বারবার মরার চেয়ে একবার মরা ভালো’ এমন মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘এত দিন আপনারা ট্রায়াল খেলেছেন। এখন ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নেন। জনগণ খেলা শুরু করলে আপনাদের খেলতে হবে না। জনগণই খেলবে।’ 

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা পারি, তার প্রমাণ আছে। খালেদা জিয়ার প্রমাণ আছে পারার। তাঁর কর্মীরা কেন পারবে না? এইখানে নিশ্চিত আমাদের নড়বড়ে আছে কর্মকাণ্ডে। জনগণ হয়তো সঠিকভাবে বিশ্বাস করতে পারছে না আমাদের।’

জাতি ‘ফ্যাসিজমে’ আক্রান্ত মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘জাতি যে অসুখটায় আক্রান্ত, সেই অসুখটার নাম ফ্যাসিজম। ফ্যাসিজমের সিম্বল শেখ হাসিনা। এটা অপারেশন না করতে পারলে যত ভিটামিন খান, লাভ হবে না।’ 

সরকার করোনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে—এমন অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘এই ঢাল অতিক্রম করে আমাদের সরকার পতনের আন্দোলন করতে হবে।’

নির্বাচন কমিশন আইন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কথা বলার দরকার নাই। আমাদের কথা সরকার নিয়ে। পদ্ধতিগত পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো নির্বাচনকালীন একটি অরাজনৈতিক নিরপেক্ষ সরকার। ওদের আইন ওদের থাকুক।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ