রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আগামীকাল বুধবার বিকেলে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
এর আগে জোটের এক নেতা আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ‘রংপুরে আওয়ামী লীগ সভাপতির জনসভা থাকায় বুধবারের পরবর্তীতে বৃহস্পতিবার সমাবেশ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে কোনো কিছুই এখনো জানি না। কারণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই রংপুরে থাকবেন।’