হোম > রাজনীতি

এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে পারবে না বর্তমান সরকার। এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

আমির খসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে নেই। নওগাঁয় র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু, প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জে ছেলেকে না পেয়ে র‍্যাব বাবাকে গুলি করে হত্যা করেছে, হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা ও নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। জীবনের নিরাপত্তা কোথায়? এগুলো তো সংবিধান লঙ্ঘন। সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ নিজেই সংবিধান লঙ্ঘন করছে। 

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শামসুজ্জামান কোনো ভুল করেননি, তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন। দেশে জীবনের নিরাপত্তার খারাপ সময় এসে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষ আজকে না খেয়ে আছে। মানুষ দুবেলা আজকে খেতে পারে না। বাংলাদেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে। 

বাংলাদেশের ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে, ৩৭ শতাংশ পরিবার এক বেলা খেয়ে দিন পাড়ি দিচ্ছে, ১৮ শতাংশ পুরো দিন না খেয়ে থাকছে, ৭৪ শতাংশ পরিবার গত ছয় মাস ধরে ধার করে চলছে। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, বিএনপির সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

জুলাইকে দক্ষিণপন্থী ভাবাদর্শ বানাতে উঠেপড়ে লেগেছে নব্য ফ্যাসিবাদী শক্তি: উদীচী

কতিপয় রাজনৈতিক দল পানি ঘোলা করে ফায়দা লোটার চেষ্টা করছে: মির্জা আব্বাস

হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে: সালাহউদ্দিন

মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব: রুমিন ফারহানা

হাসান সারওয়ার্দীকে বহিষ্কার করল এলডিপি

লন্ডনের পথে জুবাইদা, ফিরবেন তারেক ও জাইমাকে নিয়ে

উগ্রপন্থীদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হতে চায় না এনসিপি

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন জামায়াত আমির

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা