হোম > রাজনীতি

‘আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বিচার করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিলেন লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।’ 

গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে। 

আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাঁদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের। 

ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।’ 

তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।’ 

ফখরুল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তাঁরা আজকে রাস্তায় নেমে এসেছে, তাঁরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের