হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচি উদ্বোধন করেছেন। 

আজ রোববার বেলা ৩টা ৩৬ মিনিটে সভামঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্লোগান দিয়ে তাঁকে বরণ করে নেন নেতা-কর্মীরা। 

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, প্লাটিনাম জয়ন্তীর থিম সং, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন। 

সোহরাওয়ার্দী উদ্যানের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতা–কর্মীরা অংশ নিয়েছেন। এর আগে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন তাঁরা। এ সময় বর্ণিল সাজে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখে ছিল ‘জয় বাংলা’সহ নানা স্লোগান। 

এর আগে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শ্রদ্ধা জানান।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা