হোম > রাজনীতি

জিনিসপত্রের দাম বাড়ায় গরিব মানুষ খেতে পারে না: দক্ষিণাঞ্চলের লংমার্চে নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এক দফা দাবিতে দক্ষিণাঞ্চলে ৮০ কিলোমিটার রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা সোয়া ১১টায় বরিশাল নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) রোডমার্চের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, মিনি ট্রাক, মোটরসাইকেলযোগে বহরে যুক্ত হন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের মানুষ চরম কষ্টে আছে। সব জিনিসের দাম বেড়েছে। গরিব মানুষ খেতে পারে না। অথচ কিছু কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এসব অনাচারের বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার হতে হয়। অথচ সাংবাদিক সাগর-রুনী হত্যার সুরাহা এখনো করতে পারেনি সরকার। বিএনপি এক দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে। এই রোডমার্চ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দেবে।’

রোডমার্চের উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় দেওয়া হবে।

বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এদিকে বেলা সোয়া ১১টার পর রোডমার্চের মূল বহর বরিশাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করলে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে রোডমার্চের গাড়িবহর নগর অতিক্রম করেছে।

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের