হোম > রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে এফবিসিসিআই প্রেসিডেন্ট প্রার্থী রাসেলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাসেল আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়।

এ সময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতির গতি ফেরাতে দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায় সে লক্ষে বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণে বিএনপি বেসরকারি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।

শওকত আজিজ রাসেল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহু মত ও পথ তাদের পাথেয়।

তিনি আরও বলেন, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের সময় দেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং খাতসহ সবকিছু দুর্নীতির দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থার উত্তরণে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়তে ব্যবসায়ীরা বিএনপিকে যথাসম্ভব সহায়তা করবে।

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি