হোম > রাজনীতি

‘দ্য অ্যাম্বাসেডর পার্টি’ নামে দল করতে পারেন: বিদেশি কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেছেন, কূটনীতিকেরা চাইলে একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন। সেই দলের নামও প্রস্তাব করেছেন মন্ত্রী। 

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতেরা একটি রাজনৈতিক দল গঠন করুন, এটা হচ্ছে “দ্য অ্যাম্বাসেডর পার্টি” বা অন্য কিছু। আর একটি অঙ্গীকার তাঁরা করতে পারেন, যারা তাঁদের ভোট দেবেন, তাঁদের নিজেদের দেশের নাগরিক করে নিয়ে যাবেন। এমনটি হলে অনেকেই তাঁদের ভোট দেবেন।’ 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে কিছু লোকের হুমকি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করে। এমন অবস্থায় কারও মুখ আঠা দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। তবে কেউ গর্হিত কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বন্ধু দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশন মেনে চলার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে বড় বড় কথা বলবেন না।’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ