হোম > রাজনীতি

রমজানেও শান্তি-স্বস্তি নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানেও দেশের মানুষ শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন। ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম রমজানে জিনিসপত্রের দাম কমবে। দাম না কমলেও অন্তত বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এমনকি মাহে রমজানেও আমরা শান্তিতে-স্বস্তিতে দিন কাটাতে পারছি না।’ 

সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। আমাদের নেতা তারেক রহমান আমাদের থেকে ৮ হাজার মাইল দূরে অবস্থান করছেন।’ 

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।’ 

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ